Quick Links
Contact us
- 9088702117
- 9088702117
- [email protected]
- Shreebardhanpally, Thakurpukur, Kolkata-700063
উনিশশো পঁয়তাল্লিশের মার্চ-এপ্রিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ, অবরুদ্ধ বার্লিনের পতন শুধু সময়ের অপেক্ষা। বার্লিনে আটকা এক প্রবাসী বাঙালি ছাত্র ও তার প্রেমাস্পদা, প্রায় অলৌকিকভাবে নাৎসী বাহিনীর নজর এড়িয়ে লুকিয়ে থাকা এক ইহুদী তরুণী। চলছে ক্ষমতার অলিন্দে পাশার শেষ দান যাতে শামিল কোণঠাসা জর্মনির শেষ মরণকামড়ের প্রচেষ্টা, ‘দেশপ্রেমী’ নাৎসী অফিসর ও দেশ বিক্রি করে নিজে বাঁচতে চাওয়া বিশ্বাসঘাতকের বাঘবন্দী খেলা, আমেরিকন বমিং, রাশান বাহিনীর সাঁড়াশি আক্রমণ, বার্লিনে লুকিয়ে থাকা ব্রিটিশ গুপ্তচর থেকে শুরু করে অভিজাত ঘরের সামান্য পরিচারক-পরিচারিকারা। আর প্রেমিকযুগলের মাথার উপর ফাদর-ফিগর হয়ে দাঁড়িয়ে আছেন এক নাৎসী-বিরোধী জর্মন ব্যারন।
স্টেলা ও অমৃতাংশুর একটিই স্বপ্ন, বাঁধিব সুখের নীড় অন্য কোনও ডালে। যুদ্ধের এই চক্রব্যূহ ভেঙে দুটি প্রেমিক হৃদয় কি খুঁজে পাবে সেই নীড় বাঁধার শীর্ণ তরুশাখাটি? নাকি যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তাদের ভবিষ্যৎও? কিই বা হবে ব্যারনের?
সেই কাহিনীই ‘স্টেলা’।